ইউক্রেনের হাইমার্স রকেটের গোটা ডিপোই ধ্বংশ করে দিলো রাশিয়া! | Himers Destroy
ইউক্রেনে উচ্চক্ষমতা সম্পন্ন মার্কিন রকেট সিস্টেম- হাইমার্সের ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার, এ ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়- উমান শহরের সংরক্ষণাগারে হামলা চালিয়ে হাইমার্সসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করেছে রুশ বাহিনী। সেখানে ৩০০টি রকেট সিস্টেম ছিল বলেও দাবি তাদের। তবে এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এ অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র। রকেট সিস্টেমটি ব্যবহার করে কয়েকটি সফল হামলার দাবিও করে ইউক্রেনীয় সেনারা। এরপরই ব্যাপকভাবে আলোচনায় আসে হাইমার্স। অস্ত্রটির ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে বলে আশা করছিল জেলেনস্কি প্রশাসন।
– Subscribe to our channel: https://Youtube.com/jamunatvbd
– Follow us on Twitter: https://twitter.com/JamunaTV
– Find us on Facebook: https://fb.com/JamunaTelevision
– bank check our website: https://www.jamuna.tv
#JamunaTelevision #JTV #Himers_Destroy #russia_invasion